রাঙামাটিতে শান্তিপূর্ন হরতাল পালিত

NewsDetails_01

dsc0126রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশন এর বৈঠকের প্রতিবাদে ও পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিত পাঁচ বাঙালী সংগঠনের ডাকে তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ন হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে রাঙামাটির সব ধরনের আভ্যন্তরীণ ও দুর পাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল, বন্ধ ছিল ব্যবসায়িক প্রতিষ্টান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বিভিন্ন স্থানে হরতালকারীরা পিকেটিং করেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খরর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১ আগস্ট পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধিত মন্ত্রী পরিষদ সভায় নীতিগত অনুমোদন দেয়ার পর তা বাতিলের দাবি জানিয়ে আসছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালী অধিকার ভিত্তিক সংগঠনগুলো।

আরও পড়ুন