রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের অসুস্থ

NewsDetails_01

বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজগুরু বৌদ্ধ বিহারের ৯ম বিহারাধ্যক্ষ উ ঞানাসিগি (জ্ঞানপ্রিয়) মহাথের গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন আছে।

সূত্র জানা গেছে, গত ৫ই জুলাই অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়। তিনি উচ্চ রক্তচাপ ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।

NewsDetails_03

রাজগুরু বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সদস্য-সচিব পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন বিহার অধ্যক্ষ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বোমাং রাজা উচ প্রু চৌধুরীসহ অন্যান্যরা বিহার অধ্যক্ষের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন।

এদিকে বিহার অধ্যক্ষের রোগমুক্তি কামনায় বিহার গুলোতে প্রার্থনার আয়োজন করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষু ও বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাজগুরু বিহার অধ্যক্ষের রোগমুক্তির জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন।

উল্লেখ্য, গত ২৮শে মে রাজগুরু বৌদ্ধ বিহারের ৯ম বিহারাধ্যক্ষ হিসেবে উ ঞানাসিগি (জ্ঞানপ্রিয়) মহাথের দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন