রাজস্থলীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ মামলা

NewsDetails_01

রাঙামাটি রাজস্থলীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ টায় মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরের রাজস্থলী বাজার সদরের বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ।

NewsDetails_03

এ সময় হেলমেট পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বহন করা, একই সাথে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৯২(১) ধারায় ৩ টি মামলায় তিনজকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মামলা দায়ের করা হয়।

এছাড়া স্থানীয় বাজারে পঁচা মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়।

ইউএনও দপ্তরের অফিস সুপার জাহাঙ্গীর আলম, রাজস্থলী থানার সদস্য ও আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালত কে সহায়তা করেন।

আরও পড়ুন