রামগড়ে গণতান্ত্রিক যুব ফোরামের ৩য় কাউন্সিল : সুরেশ সভাপতি, প্রশান্ত সাধারণ সম্পাদক

NewsDetails_01

গণতান্ত্রিক যুব ফোরামের নতুন কমিটি শপথ বাক্য পাঠ
খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় পার্বত্য চট্টগ্রামে যুব সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামে রামগড় উপজেলা শাখার ৩য় কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় রামগড় উপজেলা সদরে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশন শুরুতে খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে সংস্কারপন্থী সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ তপন, এলটন, পলাশ চাকমার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট পালন করা হয়।
কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক সুরেশ চাকমা’র সভাপতিত্বে সদস্য সচিব প্রশান্ত ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিত্রফ)-এর রামগড় ইউনিটের সমন্বয়ক অপু ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ ত্রিপুরা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সদস্য জয়ন্ত ত্রিপুরা।
কাউন্সিলে বক্তারা বলেন, রামগড়,মানিকছড়ি,মাটিরাঙ্গায় সেটেলার পুনর্বাসনের লক্ষে নানানভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। পাহাড়িদের ভূমি বেদখল পায়ঁতারা চালাচ্ছে। বক্তরা, ভূমি-বেদখল, নারী নির্যাতনের বিরুদ্ধে ও জাতীয় অস্তিত্ব রক্ষার্থে যুব সমাজকে আর্দশিক সংগঠনের পতাকাতলে এসে পাহাড়ে নিপীড়িত জনগণের মুক্তির সনদ আদায়ের সংগ্রামে জোরদার করার আহবান জানান।
কাউন্সিল অধিবেশন শেষে উপস্থিতি সকলে সর্বসম্মতিক্রমে সুরেশ চাকমা সভাপতি, প্রশান্ত ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও জয়ন্ত ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটি শপথ বাক্য পাঠ করান গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা।

আরও পড়ুন