রুমায় সড়ক দূর্ঘটনা : আরও ১ পর্যটকের মৃত্যু

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলার পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় আহত আছিয়া খাতুন নামের আরও এক পর্যটকের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আছিয়া খাতুন (৬৭) মারা যান। এ দুর্ঘটনায় আছিয়া খাতুনসহ তিনজন নিহত হয়।

চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার পর আছিয়া বুকের পাঁজরে আঘাত পেয়েছিলেন।

NewsDetails_03

প্রসঙ্গত, ২০ জানুয়ারি বান্দরবানে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে একটি পর্যটকবাহী জিপ পাহাড়ি খাদের প্রায় ৫০০ ফিট নিচে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক ঘটনাস্থলে মারা যান।

নিহতরা হলেন, ফিরোজা বেগম (৫৩) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাব খাতুন (২৪)। জয়নাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। হতাহতরা সবাই ভ্রমণকন্যা নামের একটি সংগঠনের সদস্য, এই সংগঠনের ৫৩ জন সদস্য কেওক্রাডং ভ্রমণে গিয়েছিলেন।

আরও পড়ুন