নাইক্ষ্যংছড়ি সীমান্তের বন্ধ ৫ স্কুল চালু

NewsDetails_01

মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র গ্রুপের সাথে সে দেশের সেনাবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে। আর এ যুদ্ধে ব্যবহার করা হচ্ছে উচ্চক্ষমতা সম্পন্ন গোলাবারুদ ও বিস্ফোরক, যার ফলে বিকট শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় কম্পন সৃষ্টি হচ্ছে। থেমে থেমে আবার কখনো একনাগাড়ে সীমান্তের ওপারে শোনা যাচ্ছে গোলাগুলির বিকট শব্দ। ফলে নিরাপত্তার কারণে ঘুমধুম ও তুমব্রু সীমান্তের ২৯ জানুয়ারি পাঁচটি প্রাথমিক বিদ্যালয় দুপুর একটার পর বন্ধ করে দেওয়া হলেও তা আজ সকাল থেকে ফের চালু করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া জানান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ঘুমধুম ও তুমব্রু সীমান্তের পাশে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় দুপুরের পর বন্ধ ঘোষণা করা হয়েছে।

NewsDetails_03

তিনি আরো জানান, আজ মঙ্গলবার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় বিদ্যালয় গুলো চালু করা হয়েছে।

এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, সোমবার সকালেও মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, আতঙ্কে রয়েছেন সীমান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার জন্য স্থানীয় জনগণকে সতর্ক করা হচ্ছে।

আরও পড়ুন