রুমায় ৭টি বন্দুক, ২০ রাউন্ড গুলিসহ দুই কেএনএফ সদস্য আটক

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৭টি দেশি বন্দুক, ২০টি রাউন্ড গুলি, কেএনএফ’র পোষাক, ল্যাপটপ, বিভিন্ন সরঞ্জামসহ আরও দুই জনকে আটক করেছে সেনাবাহিনী।

আজ সোমবার (৮ এপ্রিল) পৌনে ৪ টায় রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কেএম আরাফাত আমিন বিষয়টি নিশ্চিত করেন।

NewsDetails_03

তিনি জানান, রুমার বেতেল পাড়া এলাকায় অভিযান পরিচালনা ৭টি দেশি বন্দুক, ২০টি রাউন্ড গুলি, কেএনএফ’র পোষাক, সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত ল্যাপটপ,দুই জোড়া বুট,১টি ছুরি, কেএনএফের পোষাক ও বিভিন্ন সরঞ্জাসহ দুই জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, সন্দেহভাজন হিসেবে রুমা সোনালী ব্যাংকের জুনিয়র অফিসার (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বমকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে থানচি ও বান্দরবান সদরের রেইচা চেকপোস্টে অভিযান পরিচালনা করে ব্যাংক ডাকাতিতে ব্যাবহার করা ১টি চাঁদের গাড়ি, চালক ও ৩ কেএনএফ সদস্যসহ মোট ৪জনকে আটক করা হয়েছিল।

আরও পড়ুন