লামায় চার উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন

NewsDetails_01

বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করে চলেছেন। এ ধারাবাহিকতায় তিন পার্বত্য জেলায় গত কয়েক বছরে কোটি কোটি টাকা ব্যয়ে বাসস্থান, কৃষ্টি-সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ, সংগঠন ও সামাজিক নিরাপত্তায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। এ কারণে আজ পাহাড়ের চিত্র পাল্টে গেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউটের ৪ কক্ষ বিশিষ্ট একাডেমিক ভবন উদ্ভোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ৮০ লাখ টাকা ব্যয়ে ওই একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

NewsDetails_03

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করতে হবে ।

জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রতিষ্ঠা পরিচালক উ নন্দ মালা মহাথের’র সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকৌশলী আবু বিন ইয়াছিন আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় আইচ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ২৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ইযাংছা মেইন রাস্তা থেকে বদুঝিরি পর্যন্ত সড়ক কার্পেটিং, মেরাইনতং জাদীর রাস্তা কার্পেটিং ও আলিকদম আবাসিক বিদ্যালয় হতে ভরিরমুখ অনাথ আশ্রম পর্যন্ত সড়ক কার্পেটিং এর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন