খুলল ঘুমধুম সীমান্তের স্কুল

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার বন্ধ থাকা পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। সীমান্তের পরিস্থিতি বিবেচনায় ২৩ দিন বন্ধ থাকার পর আজ থেকে এসব স্কুল খুলে দেওয়া হয়েছে।

স্কুলগুলো হলো-বাইশপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

NewsDetails_03

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘুমধুম সীমান্তের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক । সাময়িকভাবে বন্ধ থাকা বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম তাই চালু করা হয়েছে।

এ মাসের শুরুতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘাত হয়। যার কারণে এপারের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কের কারণে উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচটি স্কুল বন্ধ ঘোষণা করে প্রশাসন।

আরও পড়ুন