লামায় বীর বাহাদুর কানন উদ্ভোধন করবেন পার্বত্যমন্ত্রী

NewsDetails_01

প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিক কারু কাজে নতুন রূপ পেয়েছে বান্দরবান জেলার লামা পৌরসভা কার্যালয় ও আশপাশ। কাল শুক্রবার (১০ মার্চ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এক দিনের সফরে পৌরসভা কর্তৃক শিশু পার্কের আদলে গড়া ‘বীর বাহাদুর কানন’, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু কর্ণার, ভেনাস রিসোর্ট, গেস্ট হাউজ, মার্মা, ত্রিপুরা ও মুুরুং সম্প্রদায়ের ঘর এবং তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট -এর শুভ উদ্ভোধন করবেন।

NewsDetails_03

পরে মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় যোগদান সহ পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও বাজার ব্যবসায়ীদের মাঝে অগ্নি নির্বাপক যন্ত্র শেষে অনলাইন নিউজ পোর্টাল ‘লামার আলো’ কর্তৃক গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ বৃহস্পতিবার সকালে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বীর বাহাদুর কানন ও তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট সহ অন্যসব কারুকাজ পর্যটন শিল্পে যোগ হলো নতুন মাত্রা।

আরও পড়ুন