লামার জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে আলীকদম সেনাবাহিনীর মতবিনিময়

NewsDetails_01

আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক অবকাঠাামোর উন্নয়ন, সড়ক দূর্ঘটনা রোধ, পানি নিস্কাশন ব্যবস্থা, পাহাড় কাটা রোধ, অবৈধ কাঠ পাচার রোধ, বাজারের নিয়ম শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য চোরা চালান রোধ ও শিক্ষা সহ এলাকার সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী।

এর অংশ হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে আজ মঙ্গলবার দুপুরে আলীকদম জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে এক মতবিনিময় সভা করেছেন আলীকদম সেনাবাহিনী।

NewsDetails_03

সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল সাব্বির হাসান পিএসসি’র সভাপতিত্বে মতবিনিময়ে জোনের মেজর মো. শওকতুল মোনায়েম পিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাঈন উদ্দিন মোর্শেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার সেন, ছাচিংপ্রু মার্মা, মো. জসিম উদ্দিন, ওমর ফারুক, নুরুল হোছাইন চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার মো. সাব্বির হাসান পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ নিরসনে জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশংসনীয়। আলীকদম সেনা জোন দায়িত্বপূর্ণ এলাকার সকলের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করলেও কিছু কিছু আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এর বিধোধীতা করছে। তারা জনসাধারণের মনে সেনাবাহিনীর তথা নিরাপত্তা বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদানের মাধ্যমে নেতিবাচক মনোভাব তৈরি করছে। বাঙ্গালী ও অন্য সকল সম্প্রদায়ের জনগন যেন একযোগে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সন্ত্রাস-চাঁদাবাজী বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

আরও পড়ুন