লামার পাহাড়ি ঝিরি থেকে কৃষকের লাশ উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার একটি পাহাড়ি ঝিরি থেকে থুইচিং মার্মা (৬০) নামের এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২২জুলাই) দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ে বয়ে চলা লামা খালের চৌলুম ঝিরি নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। থুইচিং মার্মা গজালিয়া ইউনিয়নের কুলাইক্যা মার্মা পাড়ার বাসিন্দা মৃত মউলু কারবারীর ছেলে।

NewsDetails_03

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে থুইচিং মার্মা চৌলুম ঝিরি এলাকার একটি মুরুং পাড়ায় বসবাসের পাশাপাশি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। তার কোন স্ত্রী সন্তান নেই। মঙ্গলবার দিনগত রাতের কোন এক সময় থুইচিং মার্মা লামা খাল পার হওয়ার সময় পানির স্রোতের টানে ভেসে যায়। পরে জনৈক নৌকার মাঝি জামাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন।

এই ব্যাপারে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিক সূরতহাল শেষে লাশটি শেষকৃত্য সম্পাদনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন