লামায় বন্য হাতির আক্রমণে একজন নিহত

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেরা বেগম (৫৪)। তিনি সরই ইউনিয়নের কালাইয়া পাড়ার ফজলুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানায়,বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে হাতির একটি দল সরই ইউনিয়নের কালাইয়া পাড়ায় হামলা চালায়। এসময় হাতির দল জাহেরা বেগমের ঘরে হামলা চালিয়ে তছনছ করে এবং এক পর্যায়ে হাতির পায়ে পৃষ্ট হয়ে জাহেরার মৃত্যু হয়।

এদিকে এসময় হাতির তান্ডব দেখে পাড়ার অন্য বাসিন্দারা পালিয়ে গিয়ে রক্ষা পায়। পরে হাতির দলটি এখনও সরই ইউনিয়নের পাহাড়ী এলাকায় অবস্থান করছে বলে জানায় স্থানীয়রা।

NewsDetails_03

এই ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা ফিরলে বিস্তারিত জানতে পারবো।

বন উজার, হাতির বিচরন ক্ষেত্রে মানুষের বসত নির্মান ও ব্যাপক খাদ্য সংকটের কারনে বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে লোকালয়ে এসে হানা দেয় হাতির দল। আর এতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর লামা উপজেলার ফাসিঁয়াখালী ইউনিয়নে হাতির আক্রমনে নুরুল ইসলাম নাকে এক বৃদ্ধ নিহত হয়।

আরও পড়ুন