আগামী শুক্রবার থেকে কিশোর কিশোরীদের নিয়ে রাঙামাটিতে শুরু হচ্ছে জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের খেলা। উদ্বোধনী ম্যাচে কাপ্তাই উপজেলা ও নানিয়ারচর উপজেলা একে অপরের মুখোমুখি হবে।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্যের উৎসবের অংশ হিসেবে যুব ও মন্ত্রনালয়ের নির্দেশনায় রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে এ টুর্ণামেন্ট অনুষ্টিত হতে যাচ্ছে।

শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ১০টায় রাঙামাটি সদর জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
নক আউট ভিত্তিক এ টুর্ণামেন্টে রাঙামাটি পৌরসভাসহ ১০ উপজেলার অনুর্ধ ১৭ বালক-বালিকা দল অংশ নিচ্ছে। প্রতিদিন ৪টি করে খেলা অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারী টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।