সহকারী জজ পদে নিয়োগ পেলেন নাইক্ষ্যংছড়ির আফসানা ইসলাম রুমি

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মেধাবি ছাত্রী আফসানা ইসলাম রুমি সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন। ১৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের গত ১ জানুয়ারি ২০১৯ ইং তারিখের ১০.০৩.০০০০.০০৩.৩১.০০২.১৮-২৫ নং স্মারকের সুপারিশের প্রেক্ষিতে সাময়িক ভাবে মনোনীত প্রার্থীগণকে কমিশন কতৃক নির্ধারিত মেধাক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুন্ন রেখে ২য় স্থান অধিকার করেন নাইক্ষ্যংছড়ির মেধাবী ছাত্রী আফসানা ইসলাম রুমি।

এ প্রজ্ঞাপনে জানা যায়, দেশ ব্যাপী মোট ৯৭জন সহকারি জজ নিয়োগ প্রদান করা হয়। সহকারি জজ পদে নিয়োগ (শিক্ষানবিশ) প্রাপ্ত সহকারি জজ হচ্ছেন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ২৭৯ নং বাঁকখালী মৌজার মৌলানা নুরুল ইসলাম মেম্বারের কন্য আফসানা ইসলাম রুমি। নিয়োগ প্রাপ্ত সহকারি জজ আফসানা ইসলাম রুমীকে ফেনী জেলায় (শিক্ষানবিশ) নিয়োগ প্রদান করা হয়।

NewsDetails_03

জানা যায়, নতুন নিয়োগ প্রাপ্ত জজগণ ২০১৮ সালে অনুষ্ঠিত ১২তম বাংলাদেশ জুড়িশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ২০১৯ সালের ১ জানুয়ারিতে সহকারী জজ/ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত।

আফসানা ইসলাম রুমির স্বজনদের থেকে জানা যায়, ছাত্র জীবন থেকেই অত্যন্ত মেধাবি ছিলেন আফসানা ইসলাম রুমি। সে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্টপুল বৃত্তি পেয়ে একি ইউনিয়নের গর্জনিয়া বেসকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি (বিজ্ঞান বিভাগ) জি,পি,এ-৫ গ্রেইডে, চট্টগ্রাম সরকারি কলেজে কলা বিভাগ থেকে এইচ,এস,সি জিপিএ-৫ গ্রেইডে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত ভালো ফলাফল নিয়ে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।

আরও পড়ুন