অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বস্ত্র বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান রোমান
রাঙামাটি পৌর শহরের রিজার্ভমুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ করলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান।
তিনি আজ সোমবার (১১মে) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারের মধ্যে থ্রি-পিচ, শাড়ি, লুঙ্গি ও শিশুদের জামাকাপড় বিতরণ করেন।
তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করার জন্যে এলাকার বিত্তবানদেরকে আহ্বান জানান। এ সময় তার সাথে যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শহরের রিজার্ভমুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে শনিবার সকালে চুলার আগুন থেকে লাগা আগুনে ১৫টি বসত ঘর পুড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।