আলীকদমে থানায় ডেকে নিয়ে টাকা কেড়ে নেওয়া হলো !

অভিযোগ ওসির বিরুদ্ধে

এক মোটর সাইকেল চালককে থানায় ধরে নিয়ে ১ লাখ ৫০ হাজার ৫শ’ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বান্দরবানের আলীকদম থানার অফিসার ইনচার্জের (ওসি) বিরুদ্ধে। আর বিষয়টির প্রতিকার চেয়ে আইজিপি ও পুলিশ সুপার বরাবর অভিযোগ পাঠানোর পর মানববন্ধন করেছেন ভূক্তভোগীর পরিবারও পরিজনরা। আজ বুধবার (১৬ অক্টোবর) বিকাল চারটায় আলীকদম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রাপ্ত অভিযোগ ও মানববন্ধন সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়ার মোঃ আমিনের ছেলে মোঃ আলী জোহার একজন ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক। গত মার্চ মাসের ৩ তারিখ সাড়ে তিন লাখ টাকা নিয়ে গরু কেনার জন্য আলী জোহার পোয়ামুহুরী পাহাড়ি এলাকায় যান। দুইলাখ টাকার গরু কিনে উপজেলা সদরে আসলে তাকে নয়াপাড়ার মিঠার দোকান এলাকা থেকে থানায় ধরে নিয়ে যান থানার সাবেক সাব ইন্সপেক্টর মামুন। এসময় তাকে ওসির কক্ষে নিয়ে যাওয়া হয়।

NewsDetails_03

আলী জোহার অভিযোগ করেন, এ সময় তার পকেটে গরু কেনার দেড়লাখ টাকাসহ সর্বমোট ১ লাখ ৫০ হাজার ৫শ’ টাকা ছিলো। এসব টাকা ওসির নির্দেশে টেবিলে রাখেন তিনি। পরে ওসি তাকে মারধর করে টাকাগুলি ওসি পকেটস্থ করেন। এরপর তাকে থানা হাজতে নেওয়া হয়। এদিন দিবাগত রাত ২টায় আলী জোহারের সম্বন্ধি শাহাব উদ্দিনের কাছ থেকে আরো ৫ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেন এসআই মামুন।

মানববন্ধনে বক্তব্য দেন আলী জোহার, ফরিদুল আলম, গিয়াস উদ্দিন ও খোরশেদ আলম। তারা প্রত্যেকেই থানায় ধরে নিয়ে ওসির বিরুদ্ধে উৎকোচ আদায়ের অভিযোগ করেন। ‘আলীকদমের জনসাধারণ’ ও ‘আলীকদম সচেতন ছাত্র জনতা’র নামে পৃথক দু’টি ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, অভিযোগটি সত্য নয়, গত মার্চে একটি অভিযোগে তদন্তের জন্য আলী জোহারকে থানায় আনা হয়েছিল। পরে তাকে ছেড়েও দেওয়া হয়। টাকা নেওয়ার বিষয়টি সাজানো।

আরও পড়ুন