একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলা।
আওয়ামীলীগ কর্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি মো, আব্দু সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখানে বান্দরবান জেলা আওয়ামীলীগ সাংগঠনিক মোজাম্মেল হক বাহাদুর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাদেক হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো, শফি উল্লাহ, সহ-সভাপতি মো,আবু তাহের কোম্পানী,তসলিম ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক মো, ইমরান মেম্বার, প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়ান চাক্, যুবলীগ সহ-সভাপতি হোসেন আহাম্মেদ, সাধারণ সম্পাদক মো, আলী হোসেন মেম্বার,যুব নেতা ফাহিম ইকবাল চৌধুরী খাইরু, ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু,সাধারণ সম্পাদক উবাচিং মার্মা,এম,এ কালাম সরকারী কলেজ সভাপতি মো, ইরফান মাহাবুব,সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু, ছাত্রনেতা ফরিদ উল্লাহ,ফয়সাল আজাদ প্রমূখ।
সভায় বক্তরা বলেন, আগামী জাতিয় নির্বাচন অত্যান্ত কঠিন, অত্যান্ত গুরুত্বপূর্ণ, নাইক্ষ্যংছড়ি উপজেলা উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আওয়ামীলী লীগ মনোনীত প্রার্থী জননেতা বীর বাহাদুর উশৈসিংকে নৌকা প্রতিকে বিজয় করতে হলে সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহব্বান জানান।