বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ওলামা মাশায়েখ সমন্বয় কমিটির উদ্যোগে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওলামা মাশায়েখের নিয়ে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার দুপুরে উপজেলা ওলামা মাশায়েখ সমন্বয় কমিটির সমন্বয়ক সদস্য মওলানা নাজির হোছাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি দায়িত্ব প্রাপ্ত নেতা মোজাম্মেল হক বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা মাশায়েখ সমন্বয় কমিটি সদস্য মওলানা আবুল কালাম, লামা উপজেলা ওলামা মাসায়েখ সমন্বয় কমিটি সদস্য মওলানা মো, শোয়াইব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো, শফি উল্লাহ,সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা নুরুল ইসলাম,মওলানা মো, সেলিম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে নৌকার প্রার্থী বীর বাহাদুরকে ভোট দিয়ে উন্নয়নকে গতিশীল করার জন্য আলেমদের সহযোগিতা প্রয়োজন। নৌকার প্রার্থীকে জয় করে জননেত্রীর সুনাম ধরে রাখার জন্য আলেম সমাজসহ সকলকে এগিয়ে আসতে হবে।