করোনায় ৯ মাসের শিশুও আক্রান্ত রাঙামা‌টিতে !

হঠাৎ করেই চন্দপতন ঘটল করোনা মুক্ত রাঙামা‌টির। তিন পার্বত্য জেলার মধ্যে প্রথমদিন বান্দরবানে ১জন ও খাগড়াছড়িতে ১জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও করোনা শুন্য রাঙামা‌টিতে এক‌দিনেই ৪ জনের শরীরে করোনা পজে‌টিভ আসায় সবার মাঝে আতংক বিরাজ করছে।

সূত্রে জানা যায়, রাঙামাটির করোনা পজেটিভ আসা ওই চারজনের মধ্যে ৯ মাসের এক শিশুও রয়েছে। সে জেলা শহরের রিজার্ভ বাজার এলাকার বা‌সিন্দা।

NewsDetails_03

‌জেলা সি‌ভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৯ এ‌প্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়,রিপোর্ট আসে আজ বুধবার (৬মে)। এদের মধ্যে ১ জন ম‌হিলাও রয়েছে। তবে নয় মাসের শিশুর শরীরে করোনা কিভাবে আসছে এ নিয়ে রাঙামাটির সর্বত্রই এখন জল্পনা-কল্পনা চলছে।

আরো জানা গেছে,জেলায় শুরু থেকে এ পর্যন্ত ২৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। আজ ব‌ুধবার দুপুর পর্যন্ত রিপোর্ট আসে ২০৪ জনের। এরমধ্যে ৪ জনের পজেটিভ আসে। তাছাড়া বাসা ও প্রা‌তিষ্ঠা‌নিক কোয়ারেন্টিনে রয়েছে ৪৬৭ জন।

এদিকে করোনা আক্রান্ত ওই চার এলাকা লকডউনের প্রস্তু‌তি নিচ্ছে স্থানীয় প্রশাসন, এলাকাগুলোতে তৈরী করা হবে কঠোর নিরাপত্তা বলয়।

আরও পড়ুন