কাপ্তাইয়ে করোনা শনাক্ত ৪১ জনের

NewsDetails_01

আজ সোমবার (২ আগস্ট) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় আরো ৪১ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।

তিনি জানান, কাপ্তাই উপজেলা হতে সোমবার রাঙামাটি পিসিআর ল্যাবে ৮৮ টি নমুনা পাঠানো হয়েছিল। রাত ৮ টায় আসা রিপোর্টে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। এইছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেস্টে ২ জনের করোনা পজেটিভ আসে।

NewsDetails_03

হাসপাতাল সূত্রে জানা যায় আক্রান্তদের মধ্যে কাপ্তাই সেনাবাহিনীর ১৯ জন সদস্য রয়েছে। এছাড়া কাপ্তাই ইউনিয়নে ১১ জন, চন্দ্রঘোনা ইউনিয়নে ৭ জন, রাইখালী ইউনিয়নে ২ জনের করোনা পজেটিভ আসে। এনিয়ে কাপ্তাইয়ে মোট করোনা শনাক্ত ৫ শত ১৮ জন, সুস্থ ৩২৫ মৃত্যু: ৩

এদিকে কাপ্তাইয়ে করোনা সংক্রমন রোধে মোবাইল কোর্টের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

আরও পড়ুন