করোনা সংকটকালীন সময়ে যখন রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ের প্রান্তিক কৃষকরা শ্রমিক সংকটে ভূগছেন ঠিক সেই সময়ে কাপ্তাইয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের ধান কেটে দিলেন রাঙামাটি জেলা এবং কাপ্তাই উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
শনিবার(১ মে) সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কাপ্তাইয়ের রেশমবাগান এলাকার কৃষকের ৩ কানি পাকা ধান কেটে দিলেন কৃষক লীগের নেতাকর্মীরা।
এইসময় কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য সান্তনা চাকমা, রাঙ্গামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, সহ সভাপতি মোঃ মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক নীশিত বরন চাকমা ও মোফাজ্জল হোসেন স্বপন, প্রচার সম্পাদক অরুণ ধর, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক সুর্বন ভট্টাচার্য, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সুব্রত বিকাশ তনচংগ্যা, সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, যুগ্ম সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক শম্ভু বিশ্বাস, চিৎমরম কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক এস এম ফরিদ সহ জেলা এবং উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।