কাপ্তাইয়ে প্রতিদিন কেউ না কেউ করোনায় আক্রান্ত হচ্ছেন

purabi burmese market

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় ফের প্রতিদিন কেউ না কেউ করোনায় আক্রান্ত হচ্ছেন, ফলে আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

সর্বশেষ আজ রবিবার (৫ এপ্রিল) রাঙামাটির পিসিআর ল্যাব হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ের কেপিএম এলাকায় আরোও ২ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।

এই নিয়ে কাপ্তাইয়ে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৬ জন। ইতিমধ্যে ১৫৫ জন রোগী সুস্থ হয়েছেন এবং করোনায় মৃত্যু বরন করেছেন ২ জন রোগী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ে বর্তমানে ৯ জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উল্ল্যেখ যে, কাপ্তাইয়ে প্রথম করোনা রোগী সনাক্ত হয় ২০২০ সালের ১৫ মে।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।