কাপ্তাইয়ে ৩শ জন আনসার ও গ্রাম ভিডিপি সদস্যকে সহায়তা প্রদান

আনসার ও ভিডিপি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে ৩০০ জন অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা সুখু বড়ুয়া আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে উপজেলা আনসার অফিস চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এদের হাতে এই সহায়তা তুলে দেন।

উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা সুখু বড়ুয়া জানান, জেলা আনসার কমান্ডার এর নির্দেশক্রমে ৩০০ জন অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১ টি বাংলা সাবান এবং ১ টি মাস্ক প্রদান করা হয়েছে।

আরও পড়ুন