ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কাপ্তাই থানার

প্রাকৃতিক দূর্যোগ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুরালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৫৩ জন লোকের মাঝে কাপ্তাই থানার পক্ষ হতে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

NewsDetails_03

আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে কাপ্তাই থানার ওসি আবুল কালাম মুরালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন এবং তাঁদের খবর নেন। বিতরণকালে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফুলাচিং মারমা সহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ৪ দিনের টানা বর্ষণে মুরালি পাড়া এলাকায় পাহাড় ধ্বসে তিনটি ঘরের পাশে পাহাড়ের মাটি এসে পড়ায় লোকজন বসবাস করা অত্যাধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘরের লোকজন এবং আশপাশের আরো ৯ টি পরিবারের লোকজনও পাহাড় ধ্বসের আশংকায় তাহাদের বাড়ি ঘর ছেড়ে পাশ্ববর্তী মুরালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। বর্তমানে ঐ স্কুলে ১২ জন পুরুষ ১২ জন মহিলা ও ২৯ জন শিশুসহ মোট ৫৩ জন লোক অবস্থান করছেন।

আরও পড়ুন