খাগড়াছড়িতে ইভটিজিং দায়ে যুবকের কারাদণ্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে এক বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার বাবু পাড়া নামক এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডেজী চক্রবর্তী।

জানা যায়, সাজাপ্রাপ্ত ওই বখাটে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগর এলাকার মো. নিজাম উদ্দিন (৩৬)।

NewsDetails_03

এলাকাবাসী জানায়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে ঐ যুবক হাত ধরে টান দিলে মেয়েটি চিৎকার করে উঠে।চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে ও পরে ঐ বখাটে যুবককে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেধে মারধর করা হয়।

স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডেজী চক্রবর্তী এসে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় মো. নিজাম উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে তাকে খাগড়াছড়ি সদর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন