খাগড়াছড়িতে চাকরীর বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা সরকারি চাকরীতে যোগদানের ক্ষেত্রে বয়স সীমা ৩৫ করার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, উচ্চ শিক্ষা গ্রহণের সূতিকাগার কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে লাগামহীন সেশনজটের কারণে সময় মতো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এতে করে বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক অপরাধমূলক কর্মকান্ড বাড়ছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।