খাগড়াছড়িতে কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড(সিএসডি)’র উদ্যোগে সেলাই, সংগীত, কম্পিউটার, তাঁত ও চারুকলায় প্রশিক্ষণপ্রাপ্ত ৩৩ প্রতিবন্ধীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বাঘাইছড়ি দুঅর এলাকায় সংগঠনটির কার্যালয়ে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিএসডি’র সভাপতি আনন্দ কৃপা রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম, চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, দীঘিনালা প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা, সিএসডি সমাজের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগী হিসেবে গড়া তোলার উদ্যোগের প্রশংসা করেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশ ও জাতির কল্যাণে প্রতিবন্ধীদের অগ্রণী ভূমিকা রাখার আহব্বান জানান।