খাগড়াছড়ির গুইমারায় দুর্বৃত্তের গুলিতে প্রসীত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছে।
আজ শুক্রবার (২সেপ্টেম্বর) সকালে উপজেলার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অংথোই মারমা উপজেলার বুদংপাড়ার কংহ্লাউ মারমার ছেলে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, তিনি দীর্ঘদিন ধরে সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন। সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ানপাড়া এলাকায় সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় একটি অস্ত্র, ম্যাগজিন, ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে বলে জানান তিনি।