গুইমারায় ইউপিডিএফ সংগঠক নিহত

NewsDetails_01

খাগড়াছড়ির গুইমারায় দুর্বৃত্তের গুলিতে প্রসীত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছে।

আজ শুক্রবার (২সেপ্টেম্বর) সকালে উপজেলার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অংথোই মারমা উপজেলার বুদংপাড়ার কংহ্লাউ মারমার ছেলে।

NewsDetails_03

গুইমারা থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, তিনি দীর্ঘদিন ধরে সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন। সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ানপাড়া এলাকায় সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় একটি অস্ত্র, ম্যাগজিন, ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে বলে জানান তিনি।

আরও পড়ুন