চুক্তির বাস্তবায়ন মন গড়া কথা, সরকার তা ঝুঁলিয়ে রেখেছে : উষাতন তালুকদার
পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার গত ২৩ বছর ধরে কোন আন্তরিকতা দেখায়নি উল্লেখ করে রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য ও জেএসএস এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। গত ২৩ বছর ধরে সরকার চুক্তি বাস্তবায়নের মন গড়া কথা বলে যাচ্ছে, মুলতঃ সরকার তা ঝুঁলিয়ে রেখেছে।
আজ বুধবার (২ ডিসেম্বর) সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখা কর্তৃক আয়োজিত শান্তিচুক্তির ২৩তম বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উষাতন বলেন, চুক্তির নামে পাহাড়ের সহজ সরল মানুষের সাথে সরকার প্রতারনা করছে। সরকার চাচ্ছেন না, এ অঞ্চলে শান্তি ফিরে আসুক। পার্বত্যাঞ্চলে শান্তির সুবাতাস বয়ে যাক এটা সরকারের রাস্ট্রযন্ত্রের অনেকেই চান না। আমলারাই সরকার প্রধানকে ভুল বুঝাচ্ছেন।

তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামে প্রশাসনিক কার্যক্রমে কোন শৃঙ্খলা নেই। ডিসি এসপি চলে তাদের মত করে। নির্বাচনবিহীন জেলা পরিষদ তো পার্টি অফিস। এখানে যে প্রতিমন্ত্রী পদমর্যাদার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান রয়েছেন, তা কারো মাথায় নেই। শান্তি চুক্তি করা হয়েছিল এ অঞ্চলের শৃঙ্খলার জন্য। অথচ, সবখানে বিশৃঙ্খলা বিরাজমান।
তিনি আরো বলেন, পাহাড়ে মানুষ অবাধে চলাফেরা করবে। কিন্তু সবখানে বাধা। নিরাপত্তার নামে মানুষকে হয়রানী ও আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। তিনি এই অঞ্চলে সেনাবাহিনী কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করছে বলেও অভিযোগ করেছেন।
উষাতন বলেন,পর্যটনের নামে এখানকার অধিবাসীদের বাস্তচ্যুত করা হচ্ছে। বান্দরবানের মুরং জাতিকে উচ্ছেদের পাঁঁয়তারা চলছে। এসব ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষ যদি বাস্তুহারা হয় সরকারকে এদের দায় নিতে হবে। এ্যামোনেস্টি ইন্টারন্যাশনাল থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপিকে এ ব্যাপারটি দেখার অনুরোধ জানানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সৌখিন চাকমার সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা, অ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ভানু মারমা, রাঙামাটি সরকারি কলেজ শাখার পিসিপির সভাপতি জগদীশ চাকমাসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।