বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চিংসাউ মারমা (৬০) নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,গত সোমবার (৬জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের হাপিগ্যই পাড়ায় জুম চাষী রি থোয়াই প্রু মারমা ধারালো দা দিয়ে চিংসা উকে কুপিয়ে হত্যা করে। তারা পরস্পরের মামাতো ফুফাতো ভাই।পাড়ায় জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা জানিয়েছেন, পাড়ায় কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে একই পাড়ার অপর জুম চাষী। ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছে লাশ উদ্ধারে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে জায়গা জমি নিয়ে দ্বদ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
প্রসঙ্গত: বান্দরবানের রাজবিলা ইউনিয়নে সন্ত্রাসী কর্মকান্ডে গত এক বছরে ৭ জন নিহত ও ১০ জন আহত হয়।