আলীকদমে অ্যাথলেটিকস ও হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় গ্রাম পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্যে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০১৯-২০ইং এর আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে গত সোমবার বিকালে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

NewsDetails_03

এ উপলক্ষ্যে বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মো. মাঈন উদ্দিন মিল্কির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল। এতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া আহমেদ, প্রশিক্ষক সেলিমুল ইসলাম, সঞ্জয় বড়ুয়া, ক্রীড়া সংগঠক আবদুল হামিদ, সহকারী শিক্ষক আবু তাহের, ক্রীড়া শিক্ষক পাইসুই মার্ম, রেপারি মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এ প্রতিযোগিতায় উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এর আগে মাসব্যাপী অনুষ্ঠিত হ্যান্ডবল প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উপজেলার চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল।

আরও পড়ুন