থানচিতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে শিক্ষার্থীরা
বান্দরবানে থানচি উপজেলা সদরের বাজার, বাস ষ্টেশন সড়কের আশে পাশে এলাকা পথচারীদের ফেলে দেয়ার বিভিন্ন খাদ্য ও অব্যবহৃত পলিথিন, প্লাস্টিক ব্যাগ, বোতোলজাত সমূহ ফেলে ময়লা অবর্জনা জমে থাকা এলাকাকে পরিস্কার করলেন শিক্ষার্থীরা।
আজ শুক্রবার ১২ নভেম্বর ভোর হওয়া সাথে সাথে এ নিজ হাতে ঝাড়ু, কোদাল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এ অভিযানে অংশ নেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে উপলক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে অপরিচ্ছন্ন অঞ্চলকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে প্রতি বছরে ন্যায় এ মৌসুমে এ উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানাছেন এলাকাবাসী।
স্থানীয় এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশন অর্থায়ন ও সার্বিক সহযোগীতা ২০১২ সাল থেকে নভেম্বর মাসের প্রথম বা ২য় সাপ্তাহের শুক্রবার স্কুল বন্ধের দিনে এ অভিযান পরিচালনা করে আসছেন।
শিক্ষার্থীদের সাথে এ সময় অভিযানের অংশ সাতক্ষিরা মেডিকেল কলেজের সদ্য এমবিবিএস সমাপ্তি প্রাপ্ত ছাত্র এবং থানচি কৃতি সন্তান ডা: মংসিংশৈ মারমা, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, স্থানীয় এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশানের প্রকল্প ম্যানেজার জীবন চাকমা,মনিটরিং অফিসার বিদ্যা পূন্য চাকমা, প্রকল্পের সমন্বয়ক রোয়াক্যাং খিয়ান,সুপার ভাইজার সাধন বিকাশ চাকমা,কার্পেটিং প্রকলর্পের প্রশিক্ষক মংচিং মারমা,সুমন ত্রিপুরা, হালিরাম ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন। অভিযানে ৩১ জনের মধ্যে ১৩ জন নারী শিক্ষার্থী অংশ নেন।