থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামী লীগ

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণ করে আওয়ামী লীগ
বান্দরবানে থানচি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বন্যা এবং পাহাড় ধসে ঘরবাড়ী বিধস্ত ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৮ই জুলাই সকালে দলীয় কার্যালয়ে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ১৫ কেজি করে মোট ৯৬ পরিবারের চাউল বিতরন করা হয়।
এসময় থানচি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান নুমে প্রু মারমা, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, আঃ লীগের সাধারণ সম্পাদক অং প্রু ম্রো ,সহ আঃ লীগের নেতা স্বপন কুমার বিশ্বাস, মোহসীন মিঞা, রুপম চৌধুরী, মোহাম্মদ ইউছুপসহ আঃ লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন,স্বাধীনতা আগে বা পরে আওয়ামী লীগ সব সময় জন মানুষের কল্যানে কাজ করে গেছে, এর ধারাবাহিকতায় আজ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছি আমরা।

আরও পড়ুন