থানচিতে ৪শ দরিদ্র পরিবার পাচ্ছে ১০ টাকা মূল্যের চাল কেনার সুযোগ
বান্দরবানে থানচি উপজেলায় সরকারের খরা মৌসুমে ৪শ পরিবার পেল ১০ টাকা মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচী আওতায় চাল ক্রয়ের সুবিধা।
পাহাড়ে জুম চাষীরা এই সময়ের জুমের ফসল ধান কাটার সময়ে তাদের পরিবারে আর্থিক অবস্থা দূর্বল থাকার কারনে সরকার ৪শ পরিবারকে প্রতিমাসে ৩০ (ত্রিশ)কেজি করে ১০ টাকা মূল্যের চাল ক্রয়ের কর্মসূচী আওতায় আনে ।
খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় এই চাল ক্রয়ের সুযোগ আগামি তিন মাস চলমান থাকবে। সপ্তাহের রবিবার,মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনদিন বিক্রয় কেন্দ্র থেকে চাল ক্রয় করে নিয়ে যেতে পারবে ।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থানচি বাজারে একটি কেন্দ্রের শুভ উদ্ভোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদত্ত চাকমা। এ সময় উপজেলা খাদ্য গুদামে সুপারভাইজার অনুপম চাকমা, থানচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,থানচি বাজার পরিচালনা কমিটি সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জায়নুল আবেদিনসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।