রুমা, থানচির ব্যাংক ডাকাতি ঘটনায় আটক হলেন যারা

NewsDetails_01

বান্দরবানে যৌথ অভিযানে আটক করা ৫৪ জনের নাম প্রকাশ করেছে পুলিশ। তার মধ্যে ১৯জন মহিলা, ৩৫ জন পুরুষ রয়েছে, তাদের মধ্যে ৪৯ জন রুমা উপজেলার বেথেল পাড়ার বাসিন্দা। বাকি ৫জন জেলা সদর, রোয়াংছড়ি ও থানচি উপজেলার বাসিন্দা। গত সোমবার (৮ এপ্রিল) রাত ১১ টা ৩৩ মিনিটে জেলা পুলিশ সূত্রে এতথ্য পাওয়া যায়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার রুমা উপজেলার ২নং রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড বেথেল পাড়া এলাকার, লাল মুন সাং বমের ছেলে সাপলিয়ান থাং বম (২১), নলথন বমের ছেলে লাল রিন সাং বম (২৫),সানথিয়াং বমের ছেলে সাইরাস বম (২৫), মৃত চম নিনের ছেলে মুন থাং লিয়ান বম (৩৩),সান খিয়াং বমের ছেলে পাছুং বম (৪৪), লুং থাং বমের ছেলে ভান লাল দিক বম (৩২), লাল মুন সাং বমের ছেলে জাসুয়া বম (৪২),রেম নিয়ার বমের ছেলে ভারৌ সাং বম (৩২), সাংসিং বমের ছেলে নলথন বম (৫৫), সিমথান বমের ছেলে লাল রাম তিয়াম বম (৪৪), জালিয়ান লাল বমের ছেলে লালদাম লিয়াম বম (৩৬), মৃত সাং খন বমের ছেলে লম জুয়াল বম (৫০),জিং সাং বমের ছেলে রাম থাং লিয়ান বম (১৭), লাল তুয়ার বমের ছেলে ভান রুয়াত ময় বম (২৩), জিং আল বমের মেয়ে লাল ইমানুএল বম (৪৩), -লাল থান কুম বমের ছেলে লালমুন লিয়ান বম (২৮), লাল ময় থাং বমের ছেলে লাল থাং পুই বম (১৯), ক্লিয়ার বমের ছেলে জেমস মিলটন বম (৩৪), বিয়াক থন বমের ছেলে রোসাং লিয়ান বম (৩০), রাম সিম বমের ছেলে লাল রোয়াত লম বম (৪৫), দং নিন বমের ছেলে লাল দিন থার বম (৪০), চেও দির বমের ছেলে জৌনুন নাং বম (৪৫), চেও বমের ছেলে রেম থন বম (৬০), মৃত চয়তিম বমের ছেলে পেনাল বম (৬০), সাপইয়াং বমের ছেলে রুয়াল কম লিয়ান বম (৫৫), লাল জা লিয়ান বমের ছেলে লাল রাওখম বম (৩৭), রেম নিয়ার বমের ছেলে ভান লাল সম বম (৩৪), সান থিয়াং বমের ছেলে লাল রুয়াই বম (৫২),পাইন্দু এলাকার মৃত সাই ইয়াং বমের ছেলে লিয়ান লুয়াই থাং বম (২৪),লাল রাম লিয়ান বমের ছেলে গিলবার্ট বম (১৭)।

NewsDetails_03

মহিলারা হলেন, ২নং রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড বেথেল পাড়া এলাকার, আরিনহ্ বমের স্ত্রী আজিং বম (২০),আলিম বমের স্ত্রী লালসিং পার বম (৩০),তোলয়াং পুই বমের স্ত্রী ভান রিন কিম বম (৩৬), পালেন বমের স্ত্রী আতং বম (৩০), সিয়ান খুপ বমের মেয়ে আলমন বম (২২),তনখুয়াই বমের মেয়ে লাল মুন এং বম (১৯), মৃত পুনসাং বমের মেয়ে লাল নুন জির বম (৩৪), জিংআলহ বমের মেয়ে মেলরি বম (২৬), লম জুয়াল বমের মেয়ে লাল নুন বম (২৪), সাংলিয়ান বমের স্ত্রী নেম পেন বম (৩৮), ভানলাল দিক বমের স্ত্রী এলিজাবেত বম (৩০), লালতন লিয়ান বমের মেয়ে লালত্নাহাকিম বম (৩০), লালতন লিয়ান বমের মেয়ে পারঠা জোয়াল বম (১৯), মৃত চমনিন বমের মেয়ে জিং রোল এং বম (৩২), লালতন লিয়ান বমের মেয়ে লাল নুন কিম বম (২৫),লাল রুয়াই বমের মেয়ে টিনা বম (১৮), লাল নম সাং বমের মেয়ে লেরী বম (২৩), হ্লাং খুম বমের মেয়ে শিউলি বম (২১)।

অন্যদিকে পুলিশের প্রেরিত তালিকার বাইরে জেলার সদর উপজেলার সুয়ালক থেকে ভানুনুন নুয়াম বম। সে রোয়াংছড়ির ১ নং রোয়াংছড়ি ইউপির ৬ নম্বর ওয়ার্ড রৌনিন পাড়া এলাকার জিংচুন নুং বমের ছেলে এবং অপর দুই গ্রেপ্তারকৃত জেমিনিউ বম (২৬) ও আমে লনচেও বম (২২) (মহিলা), থানচির ৩নং সদর ইউপির ৯নম্বর ওয়ার্ড সিমতাংপি পাড়া লাল মুন চম বমের ছেলে-মেয়ে। থানচির টিএন্ডটি পাড়ার মো: ইউসুপের ছেলে গাড়ির ড্রাইভার মো: কফিল উদ্দিন সাগর (২৮), রুমা সোনালী ব্যাংকের জুনিয়র কর্মকর্তা (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বম (৫৪)।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলা হয়েছে।

আরও পড়ুন