থানচি ৪ ইউপিতে চেয়ারম্যান পদে ১৩, সংরক্ষিত ৩৩, সাধারন ১১৬ জন প্রার্থীর মনোনয়ন জমা

৪র্থ ধাপে নির্বাচন হচ্ছে ২৬ ডিসেম্বর। মনোনয়ন জমাদানের শেষ ২৫ নভেম্বর, আজ বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত বান্দরবানে থানচি উপজেলার ৪টি ইউপি নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়েছে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩৩ জন, সাধারন পদে ১১৬ জন ।

উপজেলার তিন রিটার্নিং অফিসারের তথ্য মতে, ৪ ইউনিয়নের মধ্যে ১ নং রেমাক্রী ইউপি চেয়ারম্যান পদে ২ জন, তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা, সতন্ত্র প্রার্থী চসিংমং মারমা, এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ৭ জন, সাধারন ২৭ জন, এর মধ্যে ২টি ওয়ার্ডে ১ জন করে ২ জন একক প্রার্থী হিসেবে জমা দিয়েছে।

২ নং তিন্দু ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, সতন্ত্র প্রার্থী হিসেবে মংসাই মারমা, এছাড়াও আওয়ামী লীগের উপজেলা বিভিন্ন পদে সদস্য ভাগ্য চন্দ্র ত্রিপুরা, অলসেন ত্রিপুরা, থোয়াইসিংমং মারমা বিদ্রোহী প্রার্থী হিসেবে জমা দিয়েছে।

সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারন আসনে ৩৩ জন, এছাড়া একটি ওয়ার্ডে একজন মাত্র জমা দিয়েছে। ৩ নং থানচি সদর ইউপি চেয়ারম্যান পদে ৩ জন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত অংপ্রু ম্রো, সতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রো, ক্রাপ্রুঅং মারমা, সংরক্ষিত মহিলা আসনের ৮ জন, সাধারনে ২৭ জন মনোনয়ন জমা দিয়েছে।

৪ নং বলিপাড়া ইউপি চেয়ারম্যান পদে ৩ জন তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমা, সতন্ত্র প্রার্থী ক্যসাউ মারমা, মংক্যসিং মারমা, এ ছাড়া ও সংরক্ষিত আসনে ৭ জন, সাধারন আসনে ২৯ জন মনোনয়ন জমা দিয়েছে।

আরও পড়ুন