বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দৌছড়ি-বাইশারী ও রামুর পূর্বাঞ্চলের কুখ্যাত অস্ত্র চোরাকারবারি এবং বহু মামলার আসামি শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের ডেরায় অভিযান চালিয়েছে নাইক্ষ্যংছড়ি বিজিবি। আজ সোমবার (২৩ জুন) দুপুরে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গত রবিবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়কের দিক নির্দেশনায় অধিনস্থ লেম্বুছড়ি বিওপি’র বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তে ৫০ নং পিলার হতে ৪ কিলোমিটার অভ্যন্তরে লেমুতলী পাহাড়ী জঙ্গালাকীর্ণ এলাকার চেয়ারম্যান ভাঙ্গা নামক স্থান হতে কুখ্যাত অস্ত্র চোরাকারবারি এবং বহু মামলার আসামি শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের এবং তার গ্যাং এর আস্থানায় (ডেরায়) অভিযান চালিয়েছে দেশীয় ২টি এক নলা বন্দুক ও ৩টি শর্টগান উদ্ধার করতে সক্ষম হয়। তবে উক্ত অভিযানে দুষ্কৃতকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান।
বিজিবি সূত্র জানান, গত ৫ জুন (বৃহস্পতিবার) সকাল বেলায় বাংলাদেশ সেনাবাহিনী কতৃক পরিচালিত যৌথ অভিযানে রামু উপজেলার পূর্বঞ্চল গর্জনিয়া থেকে শাহীন ডাকাত ও তার ঘনিষ্ঠ ২জন সহযোগীকে আটক করা হয়।