নাইক্ষ্যংছড়িতে বেইলি সেতু ভেঙে পণ্যবাহী ট্রাক খালে

purabi burmese market

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি সেতু ভেঙে পণ্যবাহী একটি ট্রাক খালে পড়ে গেছে। বেইলি সেতুটি ভাঙায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সাথে পার্শ্ববর্ত্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় ১১বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত বেইলি সেতুটি ভেঙে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দূর্ঘটনা কবলিত বেইলি সেতুটি দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবেনা জেনেই ভোরেই সেতুটি পার হওয়ার চেষ্টা করে ট্রাক চালক। নড়বড়ে সেতুটি পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। জোড়াতালীর সেতুটি তৃতীয় বারের মত দূর্ঘটনায় পড়ল।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।