নাইক্ষ্যংছড়িতে সরকারী ভাবে নির্মাণাধীন রাস্তা কর্তনের অভিযোগ

purabi burmese market

ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সরকারী ভাবে নির্মানাধীন ব্রিক সলিং রাস্তা কর্তণ ও উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়ক থেকে বাগান ঘোনা যাওয়ার জন্য ১২ ফুট প্রশস্ত বিশিষ্ট ব্রিজ ও রাস্তা নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে কিন্তু গত ১০জুন ওই এলাকার জনৈক ছৈয়দ নুর, শাহ আলম, জাহাঙ্গীর আলম, নূর হোসেনগং প্রভাব খাটিয়ে দা-কুদাল নিয়ে সরকারী ভাবে নির্মাণাধীন ব্রিক সলিং রাস্তার একপাশ কর্তণ করে ফেলে। এসংক্রান্ত অভিযোগ পেয়ে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান সরিজমিন পরিদর্শণ করেছেন।
স্থানীয় বাসিন্দা ছৈয়দ আমিন, আজিজ, সিরাজুল ইসলাম, সেলিম, ফরিদ, ইউনুছসহ একাধিক বাসিন্দা জানান, রাস্তা কর্তণ করার পরও প্রভাবশালী মহলটি তাদের বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিচ্ছে।
অপরদিকে অভিযুক্তদের মধ্যে জাহাঙ্গীর আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হচ্ছে, ঘটনা সত্য নয় বলে দাবী করেন তিনি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।