বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের গুলিতে আনোয়ার হোসেন প্রকাশ ওরফে বলি আনোয়ার নামে একজন নিহত হয়েছেন। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের কোনাপাড়ার আবু ছৈয়দের ছেলে। নিহত ব্যক্তি ডাকাত বলে দাবি করছেন স্থানীয় পুলিশ ।
শুক্রবার মধ্য রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাইক্ষংছড়ি উপজেলার ব্রিক ফিল্ড এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই জায়গায় অভিযান চালায় । পরে পুলিশের অবস্থান টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছোড়ে ডাকাতরা । এসময় পুলিশও পাল্টাগুলি চালালে ডাকাতদের একজন মারা যায় । অন্যরা পালিয়ে যায় । এ সময় ওই জায়গা থেকে ১টি এলজি, ১টি একনলা বন্দুক ও ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ বলেন, পুলিশের পাল্টা গুলিতে আনোয়ার নামে এক ডাকাত নিহত হয়েছে । লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ।
নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, নিহত ব্যক্তি ডাকাত দল আনোয়ার বাহিনীর উপপ্রধান আনোয়ার বলী। তাঁর বাড়ি কক্সবাজারে হলেও তিনি বাইশারি এলাকায় ‘ঘরজামাই’ হিসেবে থাকতেন।