পপি চাষকে কেন্দ্র করে রুমায় ২ ভাইকে পিটিয়ে হত্যা

NewsDetails_01

বান্দরবানে রুমা উপজেলার নিষিদ্ধ পপি চাষকে কেন্দ্র করে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (১জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার ৩নং রেমাক্রী প্রাংসা নাইতিং মৌজার হ্লাচিং পাড়ার (ছাংগ্যাইতং) থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহত দুইজন হলেন, হ্লাচিং পাড়ার স্থানীয় গ্রামবাসীর থোয়াইবাঅং মারমা(৪৩), ক্যশৈথোয়াই(৪৮)।

NewsDetails_03

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানান, বিগত ২৪শে জানুয়ারি চট্টগ্রাম র‌্যাব -৭ এর সদস্যরা নিহতদের পপিক্ষেত ধ্বংস করেছিল। সে ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার(৩০জুন) গ্রামবাসীদের সাথে তাদের দুইভাইয়ের সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে গ্রামবাসীদের থেকে একজন আহত হাওয়ায় গ্রামবাসীরা একজোট হয়ে দু’ভাইকে গণধোলাই দেয়, এক পর্যায়ে ঘটনাস্থলে এই দুই ভাই মারা যান।

রুমা থানা কর্মকর্তা মোঃ আবুল কাসেম জানান,হত্যাকান্ডের ঘটনাটি সত্য। গতকাল (১জুলাই) সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য নিহত দুই ভাইয়ের লাশ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন