পানছড়িতে অবৈধ ভারতীয় মালামাল জব্দ, আটক ১
খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় কসমেটিক্স মালামাল উদ্ধার সহ একজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার কলোনী পাড়া জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে কসমেটিক্স মালামাল জব্দসহ একজনকে সিএনজি সহ আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য সিএনজি সহ প্রায় ৬ লক্ষ ২৭ হাজার টাকা।
জানা যায়, আসামি জসিম উদ্দিন উপজেলার মোল্লাপাড়ার কোরবান আলীর ছেলে। তাকে খাগড়াছড়ি থেকে সিএনজি যোগে এই অবৈধ কসমেটিক্স মালামাল নিয়ে যাওয়ার সময় সিএনজিসহ আটক করা হয়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়িতে কোন চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।