পাহাড়ের ১৪২টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনসহ অন্যান্য বিষয়ে সভা ১১ নভেম্বর

purabi burmese market

তিন পার্বত্য জেলার ইত:পূর্বে প্রতিষ্ঠিত ১৪২টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করা এবং প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত অন্যান্য বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। সিনিয়র সহকারী সচিব নাসরিন সুলতান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়।

পার্বত্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসামৎ হামিদা বেগম এর সভাপতিত্বে পার্বত্য মন্ত্রণালয়ের সভা কক্ষে এক আন্ত: মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন উপস্থিত থাকবেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।