পুলিশ সুপার জেরিন আখতার কে বিদায় সংবর্ধনা দিয়েছে বান্দরবান প্রেসক্লাব

নিজের দায়িত্ব সঠিক ভাবে পালনসহ জনগণের বন্ধু হয়ে কাজ করলেই পুলিশের সফলতা আসে, আমি তা বজায় রাখার চেষ্টা করেছি। পুলিশ-সাংবাদিক পারস্পারিক সহযোগিতা থাকলে সমাজের সব ধরনের অনিয়ম রোধ সম্ভব।

আজ মঙ্গলবার (০৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী পুলিশ সুপার জেরিন আখতার এ কথা বলেন।

এসময় অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক নাছিরুল আলম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিলন চক্রবর্তী, আরটিভি প্রতিনিধি শাফায়েত হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি উজ্জল তঞ্চঙ্গ্যা, মোহনা টেলিভিশনের প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, সময় টেলিভিশনের প্রতিনিধি এন এ জাকির, যমুনা টিভির প্রতিনিধি বাটিং মারমা’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।