বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হোটেল, রেস্তোরা, মুদি দোকানে পাঁচ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে বাইশারী বাজারে এ অভিযান পরিচালনা কর হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, হোটেলে বাসি খাবার, মুদি দোকানে মেয়াদ উত্তীর্ন মালামাল ও ষ্টোরগুলোতে ট্রেড লাইসেন্স না থাকায় তাদের প্রত্যেককে জরিমানা আদায় করা হয়। এছাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের করাত কল জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল আরো জানান, কোন ধরনের বৈধ কাগজপত্র তার কাছে না থাকায় করাত কলটি জব্দ করা হয়েছে। ঐ সময় করাত কলের মালামাল খুলে নিয়ে আসেন ভ্রাম্যমান আদালতের সদস্যরা।