বাঘাইছড়িতে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ ইটভাটাকে জরিমানা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ইটভাটা চালু করার অপরাধে এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটা মালিকদের ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। এর আগেও আড়াই লাখ টাকা জরিমানা আদায় করে তিন ইটভাটা বন্ধ করে দে প্রশাসন।

NewsDetails_03

আজ ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এই মোবাইল কোর্ট পরিচালনা করে আবারও জরিমানা আদায় করেন, তখন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে বন্ধ রাখার নির্দেশ দেন এবং কড়াভাষায় সতর্ক করেন।

আরও পড়ুন