বান্দরবানে করোনায় নতুন করে আক্রান্ত ১৬ জন

NewsDetails_01

২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ১৬ জন। আক্রান্তদের মধ্যে ১৬জন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।

NewsDetails_03

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ৪শত ৬৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৬হাজার ৯শ ২৩জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ৮২জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১০১৩জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫১জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ৫৬জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।

আরও পড়ুন