বান্দরবানে কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বান্দরবান জেলার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বান্দরবান শহরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে বান্দরবান শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি বের করে। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়, পরে ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম,মহিলা দলের নেত্রী উম্মে কুলসুম লীনা, সাবেক ছাত্র দলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, সাবেক ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবগঠিত জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক রিপন, সহ- সভাপতি দৌলতুল কবির খাঁন সিদ্দিকী, সাধারণ সম্পাদক মনির হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান চৌধুরী মেহেদীসহ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান আরিফ তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক পত্রে জাতীয়তাবাদী কৃষক দল বান্দরবান জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়।

আরও পড়ুন