বান্দরবানে প্রতিভা বিকাশের প্রতিযোগিতা বিদ্যাপীঠ বিজয় অ্যাওয়ার্ড

বান্দরবানে আবারও শুরু হতে যাচ্ছে প্রতিভা বিকাশের প্রতিযোগিতা বিদ্যাপীঠ বিজয় অ্যাওয়ার্ড। এবারের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে আবৃত্তি ও গান (দেশাত্ববোধক) ।

NewsDetails_03

আয়োজক কমিটির পার্থ সৌমেন ধর জানান, ক গ্রুপে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি এবং খ গ্রুপে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্ধারণ করা হয়েছে। একজন প্রতিযোগী কেবল একটি মাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তবে প্রতিযোগিতা হবে অনলাইনে। এক্ষেত্রে অংশগ্রহণকারীদের ভিডিও ও সাউন্ড কোয়ালিটির দিকে বিশেষ নজর দিতে হবে।

এদিকে প্রতিযোগিতা আজ ৪ ডিসেম্বর থেকে শুরু এবং আগামী ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। এবারের প্রতিযোগিতা আয়োজন করছে বান্দরবান টিউশন খবর। আর স্পন্সর হিসেবে আছে বিদ্যাপীঠ কোচিং হোম। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই দুটি নম্বরে- 01832-809405, 01887-675786.

আরও পড়ুন